বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

1895
শেয়ার করতে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ রোববার শেষ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা আরেক দফা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

চলমান বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলতে পারছে।হোটেলেও বসে গ্রাহক খেতে পারছেন । জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও খোলা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়ানো হয়। ।

শেয়ার করতে ক্লিক করুন