আবদুল মতিনকে এক বছরের জন্য বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (ড্রেজিং) চুক্তিভিত্তিক নিয়োগ

1563
শেয়ার করতে ক্লিক করুন

বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. আবদুল মতিনকে আগামী এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এই নিয়োগ আদেশ জারি হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌ স্থাপত্য ও নৌ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবদুল মতিন গত ৩০ জুন থেকে অবসরোত্তর ছুটি ভোগ করছিলেন। চুক্তিভিত্তকি এই নিয়োগের ফলে স্বপদে ফিরলেন তিনি।

প্রসঙ্গত: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক নদী খনন ও নৌপথ পুনরুদ্বার কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা, নিষ্ঠা ও সততায় সন্তুষ্ট হয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাতীয় স্বার্থে আবদুল মতিনকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করেন। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এতে সম্মতি দেন। এরপর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সোমবার এই নিয়োগ আদেশ জারি হয়।

শেয়ার করতে ক্লিক করুন