বাংলাদেশে টিকা রফতানির নির্দিষ্ট তারিখ বলতে পারছি না: দোরাইস্বামী

1546
শেয়ার করতে ক্লিক করুন

বাংলাদেশে চুক্তির টিকা রফতানির বিষয়ে নির্দিষ্ট তারিখ বলতে পারছেন না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার (২৩ জুলাই) আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দোরাইস্বামী বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো। তবে আমি এই ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। আমরা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।

বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো জানিয়ে তিনি বলেন, তবে আমাদের উভয় দেশকে এখনো সতর্ক থাকতে হবে।

এর আগে গত ১৮ জুলাই আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক ভারতে যান বিক্রম দোরাইস্বামী।

শেয়ার করতে ক্লিক করুন