দিন যত গড়াচ্ছে কঠোর লকডাউন তত ঢিলেঢালা হচ্ছে

2033
শেয়ার করতে ক্লিক করুন

কঠোর লকডাউনের পঞ্চম দিনে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। নিত্যপণ্যের বাজারে ভিড় চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে রয়েছে সচেতনতার অভাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি উপেক্ষা করেই নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকে।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি। মাস্ক না পরলে এবং অকারণ বাইরে বের হওয়াদের জিজ্ঞাসাবাদ ও জরিমানা করা হচ্ছে। রংপুর নগরীতে গুরুত্বপূর্ন ২০টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।তারপরও বেড়েছে রিকশা, অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল।

ভিড় বেড়েছে কাঁচাবাজার ও ফলমূলের দোকানগুলোতে।গাজীপুরে মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন উপায়ে রাজধানীতে প্রবেশ করছে সাধারণ মানুষ।লকডাউনের কারনে গোপালগঞ্জ খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছে বেকায়দায়। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করতে ক্লিক করুন