৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরা টিকা পাবেন

1733
শেয়ার করতে ক্লিক করুন

করোনা প্রতিরোধে সরকার দেশজুড়ে টিকাদান কার্যক্রম পরিচালনার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। একইসংগে টিকা প্রদানের বয়সসীমাও ধীরে ধীরে কমিয়ে আনছে সরকার। আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরা টিকা নিতে পারবেন।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে ১৮ বছরের বেশি সব মানুষকে টিকার আওতায় আনা হবে। এছাড়া সুরক্ষা অ্যাপ ছাড়াও টিকাদান কেন্দ্রে গিয়ে শুধু জাতীয় পরিচয়পত্র দেখালে করোনা’র টিকা নেওয়া যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে প্রথম ৫৫ বছরের ওপর বয়সীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়।

শেয়ার করতে ক্লিক করুন