অজি শিবিরে বাঘের থাবা, প্রথম জয়

1606
শেয়ার করতে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের বয়স ১৫ বছর। দীর্ঘ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-২০ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই করেছে বাজিমাত। ক্যাঙ্গারু শিবিরে বসিয়ে দিয়েছে বাঘের থাবা। স্পিনারদের ওই থাবায় ২৩ রানের জয় পেয়েছে টাইগাররা।

২০০৫ সালে কার্ডিফে অজিদের বিপক্ষে ওয়ানডে জয় পেয়েছিলো বাংলাদেশ। সব ফরম্যাট মিলিয়ে তাদের বিপক্ষে দ্বিতীয় জয় পেতে ১২ বছর লেগে গেছে। ২০১৭ সালে চট্টগ্রাম টেস্টে ২০ রানে জয় তুলে নিয়ে লিখেছিলো ইতিহাস। এবার টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়া’র বিপক্ষে জয়ের খাতা খুললো বাংলাদেশ।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। অজিদের পেস-স্পিনে ধুঁকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩১ রানে। জবাব দিতে নেমে ২০ ওভার খেলে ১০৮ রান তুলে অলআউট হয়েছে সফরকারীরা।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব আল হাসান। ওই ইনিংস খেলতে তিনি নেন ৩৩ বল। এছাড়া ওপেনার নাঈম হাসান ২৯ বলে ৩০ রান করেন। শেষ দিকে ১৭ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলেছেন আফিফ হোসেন।

ব্যাট হাতে বাংলাদেশ যতটা ধুঁকেছে বল হাতে তার পাল্টা দুর্দান্তভাবেই দিয়েছেন বোলাররা। বাঁ-হাতের স্পিন ঘূর্ণি দিয়ে নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন অজিদের গুরুত্বপূর্ণ ৪ উইকেট। একে একে ফিরিয়েছেন জোসে ফিলিপে, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার ও মিশেল মার্শকে।
তাকে দুর্দান্তভাবে সংগ দিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। প্রথম ওভারের প্রথম বলেই অজিদের উইকেট নেন মাহেদি হাসান। তৃতীয় ওভারে আঘাত হানেন সাকিব। পরে তাঁরা উইকেট না পেলেও ছিলেন দারুণ কিপটে। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শরিফুল ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।

শেয়ার করতে ক্লিক করুন