লকডাউন ৫ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন, খোলা শিল্প-কলকারখানা

1901
শেয়ার করতে ক্লিক করুন

১০ আগস্ট পর্যন্ত আরো ৫ দিন লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয় বর্ধিত লকডা্উনে শিল্প, কলকারখানা বিধি নিষেধের আওতা বহির্ভুত থাকবে। এছাড়াও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে।
এরআগে গত মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে লকডাউন বৃদ্ধির বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, ১১ আগস্ট থেকে সরকারি–বেসরকারি অফিস ও দোকানপাট খোলা হবে। সেদিন থেকেই সীমিত পরিসরে চলবে গণপরিবহন।

করোনার সংক্রমণ রোধে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরপর ঈদের সময় ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেয়া হয়। গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। যা শেষ হওয়ার কথা ছিল ৫ আগস্ট। সে লকডাউন আরো ৫ দিন বৃদ্ধির ফলে ১০ আগস্ট পর্যন্ত চলবে এ লকডাউন।

শেয়ার করতে ক্লিক করুন