আওয়ামী প্রশাসন ভার্সেস আওয়ামী লীগ: গয়েশ্বর রায়

1441
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, নিউজগার্ডেনবিডি.কম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের মাঠের রাজনীতি থেকে প্রশাসনের রাজনীতি শক্তিশালী হয়ে উঠেছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর রায় বলেন, ‘আমাদের বরিশালের বিষয় নিয়ে এত কথা বলার প্রয়োজন নেই। এটা তাদের সাংসারিক গন্ডগোল। এটা প্রশাসন বলব না, আওয়ামী প্রশাসন ভার্সেস আওয়ামী লীগ। এটা ঘরোয়া ব্যাপার। এটা থেকে আমাদের কোনো শিক্ষা গ্রহণ করার নেই। মাঠের আওয়ামী লীগের রাজনীতির চেয়ে প্রশাসনে আওয়ামী লীগ রাজনীতি এখন শক্তিশালী। এর যদি কোনো কাফফারা দিতে হয়, তারাই দেবে, আমলারা দেবেন না।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ সংগঠন নিয়ে দিনরাত ব্যস্ত আছে, এটার প্রয়োজন আছে। তবে আপনারা সংগঠনের শক্তি কতটা অর্জন করলেন, তার জন্য রাজপথে এসে কর্মসূচি করেন। এতে কর্মীদের মধ্যে আশার আলো ও সাহস জোগাবে। একবার যদি ঘরে বসে যান, তবে ঘর থেকে বেরোনোর অভ্যাসটা আর হবে না।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ফাঁসির আসামিদের জামিন হয় কিন্তু খালেদা জিয়ার জামিন দেয় না সরকার। খালেদা জিয়াকে কোন আইনে জামিন দিচ্ছে না সরকার। জনগণ তা জানতে চায়। ঘরে বসে করোনায় না মরে রাজপথে আন্দোলন করে মরে ইতিহাসের পাতায় নাম লিখে রাখতে হবে। গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রের মুক্তি তো আদালত দিতে পারে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের সংঘাত দেখে আমরা বিস্মিত হই। এই প্রশাসনের কর্মকর্তারা আজ আওয়ামী লীগের থেকে শক্তিশালী। প্রশাসনের কর্তাব্যক্তিরা বলছেন, “আমরা বন্দুক দিয়েছি গুলি পকেটে রাখার জন্য না।” এই পরিণতির জন্য দায়ী সরকার। কোনো সহানুভূতির জায়গা নেই। আজ তাদের দলে সত্য বলার মতো লোক নেই। আপনাদের ওপর আক্রমণ হচ্ছে, তা–ও কথা বলছেন না। এই পরিস্থিতি চলতে পারে না।’

দেশের করোনা প্রসঙ্গে এই নেতা বলেন, ‘করোনা নিয়ে বিভ্রান্তির রাজনীতি করছে আওয়ামী লীগ। স্বাস্থ্যমন্ত্রী বেকুবের মতো বলছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক। সংবাদে আসছে, হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম নেই। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ।’

সভা সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

শেয়ার করতে ক্লিক করুন