ফিরিয়ে আনতে সরকার যোগাযোগ করছে

2008
শেয়ার করতে ক্লিক করুন

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সবসময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনবো। ঢাকা থেকে আটকে পড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তাও দেওয়া হবে।’

এর আগে বাংলাদেশ আফগানিস্তানে স্থায়ী শান্তি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশিসহ সব বিদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশসহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আফগানিস্তানের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন