কাবুল হামলার পরিকল্পনাকারী আইএস সদস্য মার্কিন ড্রোন হামলায় নিহত

1737
শেয়ার করতে ক্লিক করুন

কাবুলে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য নিহত হয়েছে। এ হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) নানগারহার প্রদেশে ওই হামলা চালায় মার্কিন বিমান সেনারা।

মার্কিন বিমান বাহিনী কর্তৃক পরিচালিত এ হামলায় কোনো বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, শুক্রবার আইএস এর বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য। এক সহযোগীসহ গাড়িতে যাচ্ছিলেন তিনি। সেসময় ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। কাবুলে আরও বড় হামলার পরিকল্পনায় জড়িত ছিল ওই আইএস সদস্য, এমন দাবি পেন্টাগনের।

উল্লেখ্য, এর আগে কাবুল হামলার ঘটনায় শোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শেয়ার করতে ক্লিক করুন