জিয়ার কবর নিয়ে আ. লীগ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে: বিএনপি

1855
শেয়ার করতে ক্লিক করুন

আবারো রাজনীতিতে আলোচনার খোরাক জোগাচ্ছে জিয়াউর রহমানের কবর। বিএনপির অভিযোগ রাজনৈতিকভাবে পূঁজি শূণ্য হয়ে আওয়ামী লীগ কান্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তবে মুক্তযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলছেন, সংসদের নকশার বাইরে সব স্থাপনা সরাতে চান তারা। এখানে রাজনীতির ছিটেফোঁটাও নেই।

জাতীয় সংসদ কমপ্লেক্সের মূল নকশার ভেতরে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ঘিরে আওয়ামী লীগের বিরোধীতা দীর্ঘদিনের। বিরোধীতার পালে নতুন করে হাওয়া পায় বৃহস্পতিবার কবরে জিয়ার মরদেহ আছে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

এ নিয়ে বিএনপি নেতাদের মত, রাজনৈতিক ভাবে পূঁজি শূণ্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। তাই কবর নিয়ে উদ্ভট আলোচনার জন্ম দিচ্ছেন তারা।

আর মুক্তযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেন, রাজনীতি নয় বরং মহান সংসদের পবিত্রতা রক্ষায় নকশার বাইরে সব স্থাপনা সরাতে চায় সরকার।

শেয়ার করতে ক্লিক করুন