সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয়

1506
শেয়ার করতে ক্লিক করুন

উপাচার্য, উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ, এমন গুরুত্বপূর্ণ পদে জনবল ছাড়াই চলছে দেশের অন্তত ৯৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় এ অবস্থার সৃষ্টি, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির। তবে, নিয়োগ প্রক্রিয়া আরো সহজ করার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের।

উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধক্ষ্য। যেকোন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। এই পদ ঘিরেই পরিচালিত হয় পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। অথচ, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে এমন গুরুত্বপূর্ণ পদে কোনো লোকবল ছাড়াই।

ইউজিসির তথ্য মতে, ১০৭টির মধ্যে র্শীষ তিন পদে লোকবল রয়েছে মাত্র ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য নেই ২৭টিতে। ৮৪টিতে উপ-উপাচার্য নেই। আর কোষাধক্ষ্য ছাড়া চলছে ৫৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যার প্রধান কারণ, নিয়োগের জটিলতা ও দীর্ঘসূত্রিতা।

সরকারিতে এসব পদে নিয়োগের ক্ষমতা থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোকেও এসব পদে নিয়োগের ক্ষমতা দেয়া উচিৎ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান বাড়াতে এসব পদে নিয়োগের বিকল্প নেই বলে মনে করে ইউজিসি।

শেয়ার করতে ক্লিক করুন