অনুমোদন পেলেই শিশুদেরও করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

2104
শেয়ার করতে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই ১২-১৮ বছর বয়সীদের করোনার টিকা দেয়ার কাজ শুরু হবে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ১২-১৮ বছর বয়সীদের টিকা দেয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে টিকা প্রাপ্তি সাপেক্ষে কার্যক্রম শুরু হবে।

তবে বিশ্বের ২২টি দেশে শিশুদের টিকা দেয়া হচ্ছে। তারা নিজ দায়িত্বে এসব টিকা প্রয়োগ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন দেয়নি। যোগ করেন তিনি।

চলতি মাসে দেশে আরও আড়াই কোটি ডোজ টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকার মধ্যে ২ কোটি ডোজ চীনের সিনোফার্মের, আর বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে ফাইজার থেকে।

শেয়ার করতে ক্লিক করুন