ঢাকার আকাশে প্রতিদিন উড়ছে ২ হাজার টন ধুলা

1461
শেয়ার করতে ক্লিক করুন

ঢাকার আকাশে প্রতিদিন উড়ছে অন্তত ২ হাজার টন ধুলা। এতে বাড়ছে নগরবাসীর শ্বাসকষ্ট জনিত নানা রোগ। উন্নয়ন কাজে নিয়ম-নীতির তোয়াক্কা না করায়, পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিটি করপোরেশন বলছে, ধুলার দূষণ নিয়ন্ত্রণে নির্দেশনা দেয়া হয়েছে সব ঠিকাদারকে।

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা সড়ক। আশপাশে চলছে ভবন নির্মাণের কাজ। ফলে এখানকার বায়ুতে দেখা দিয়েছে অতিরিক্ত ধুলার উপস্থিতি।
একই পরিস্থিতি উত্তরার হাউজ বিল্ডিং থেকে আব্দুল্লাপুর সড়কের। চলছে উন্নয়ন কাজ। ফলে ধুলার কারণে ভোগান্তিতে পড়ছে পথচারীরা।

স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্রের গবেষণা বলছে, রাজধানীর বাতাসে ২৪ ঘণ্টায় অন্তত ২ হাজার টন ধুলা উড়ছে। সড়কে খোঁড়াখুঁড়ি ও উন্নয়ন কাজে বেড়েছে দূষণ।

ঢাকা উত্তর সিটি করপোরেশেনর মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, দূষণ রোধে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশনা দেয়া হয়েছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট-ইপিআইসি-এর গবেষণা বলছে, ডব্লিউএইচও’র নির্দেশনা মেনে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারলে মানুষের গড় আয়ু বাড়বে সাড়ে ৫ বছর।

শেয়ার করতে ক্লিক করুন