স্বাস্থ্যবিধি ভুলে দেদারসে ঘুরছে মানুষ

1400
শেয়ার করতে ক্লিক করুন

বিধিনিষেধ শিথিল করার শর্তই বেমালুম ভুলে আছেন দেশের মানুষ। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাগর তীর, পাহাড়-পর্বতে। হোটেল-মোটেল-গণপরিবহনে মাস্ক ব্যবহারসহ নানা নির্দেশনা লেখা থাকলেও নেই বাস্তবায়ন। এমন বেপরোয়া আচরণে সংক্রমণ ঝুঁকি আবারও বাড়ার শঙ্কায় আছেন বিশেষজ্ঞরা।

রাজধানীসহ সব জায়গাতেই কাঁচাবাজার, শপিংমল, গণপরিবহনে স্বাস্থ্যবিধি পুরোপুরি ভেঙে পড়েছে। ব্যাক্তিগত দুরত্ব বজায় রাখা তো দূরের কথা, মাস্ক ব্যবহারেও অনীহা।

পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় ঘরবন্দি মানুষ পরিবার নিয়ে ছুটছেন বিনোদনের বিভিন্ন স্পটে। সমুদ্র সৈকতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কারোই মনে নেই। যে শর্তে হোটেল খুলে দেয়া হয়েছে, মানুষের চাপে তা যেন বেমালুম ভুলে গেছে সংশ্লিষ্টরা।

করোনা সংক্রমন ও মৃত্যু কমলেও মানুষের এই বেপোরোয়া আচরণে আবারও ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সংক্রমণ কমে যাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাজেই স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।

এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও সরকারের পক্ষ থেকে দেখা যায়নি কোনো তদারকি।

শেয়ার করতে ক্লিক করুন