৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

1770
শেয়ার করতে ক্লিক করুন

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এক রায়ে এ নির্দেশ দেন।

রায়ে আদালত বলেন, একটি বিশেষজ্ঞ কমিটি ভাষণটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কাজ করবে। পরে আদালত সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনেরও আদেশ দেন। এছাড়া জেলায় জেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের আগের আদেশ বাস্তবায়নেও নির্দেশনা দেন।এর আগে এ বিষয়ে রিট করেন আইনজীবী ড. মো. বশির উল্লাহ। পরে হাইকোর্ট রিটটির চূড়ান্ত নিষ্পত্তি করে এ রায় দেন।
/কা.বি/

শেয়ার করতে ক্লিক করুন