‘অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা পেলে একদিনেই বন্ধ করা সম্ভব’

1767
শেয়ার করতে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয় থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা পেলে, একদিনেই বন্ধ করা সম্ভব। এ কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তবে, তথ্যমন্ত্রী বলছেন, নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই যাচাই-বাছাই ছাড়া একসাথে সব বন্ধ করা কতোটুকু সমীচীন হবে, সেই ভাবনা আদালতের কাছে উপস্থাপন করা হবে।

নিবন্ধনহীন অনেক অনলাইন নিউজ পোর্টাল যেন গুজবের কারখানা। যাদের অসত্য, অর্ধসত্য, উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র।

বর্তমান সময়ে তথ্যকে বলা হয় শক্তি। আর একেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নামসর্বস্ব, ভূইফোঁড় অনেক অনিবন্ধিত নিউজ পোর্টাল।

অনিবন্ধিত নিউজ পোর্টালের দৌরাত্মের বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এসব পোর্টাল বন্ধে ১৪ সেপ্টেম্বর বিটিআরসি ও প্রেস কাউন্সিলকে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে তালিকা চাওয়া হয়েছে। তা পেলে একদিনের মধ্যেই অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব।

তবে, যাচাই-বাছাই ছাড়া সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করা ঠিক হবে কিনা সেটি ভাবনার অবকাশ আছে বলে মনে করেন, তথ্যমন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন