যে শর্তে আফগানিস্তানকে সহায়তার প্রতিশ্রুতি দিলো চীন

1362
শেয়ার করতে ক্লিক করুন

আফগানিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল হলে দেশটিকে আরও বেশি পরিমাণে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে চীন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনের বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আফগানিস্তানকে সন্ত্রাস নির্মূলের জন্য আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ২০ বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তাদের রাজত্ব কায়েম করলেও চলতি বছরের আগস্টে তালেবান বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নেয় আফগানিস্তান।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং অন্য একটি আঞ্চলিক গোষ্ঠীর নেতাদের বৈঠকে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তানকে আরও উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। এছাড়াও দেশটিকে মধ্যপন্থী ও বৈদেশিক নীতি অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের ভবিষ্যতের উন্নয়নের কথা ভেবে কিছু দেশের যথাযথ দায়িত্ব গ্রহণ করা উচিত।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের অর্থনীতি এখন সংকটে রয়েছে এবং দেশটিতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। মানবাধিকার এবং নারীদের অধিকার রক্ষা করবে- এমন আশ্বাস না দেয়া পর্যন্ত তালেবানকে তহবিল প্রদান করতে অনীহা প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো।

শেয়ার করতে ক্লিক করুন