সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

1564
শেয়ার করতে ক্লিক করুন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে। আমরা চাই প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীন ও সুন্দরভাবে পালন করবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছে। এ সম্প্রীতি যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

যেকোনো ধরনের ধর্মীয় কুসংস্কার, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে একযোগে কাজ জন্য এ সময় আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন