দেশের আইনকানুন আধুনিকায়ন করার আহ্বান রাষ্ট্রপতির

1340
শেয়ার করতে ক্লিক করুন

দেশের বিদ্যমান আইনকানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল তার কাছে প্রতিষ্ঠানটির ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করে। এসময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিদ্যমান আইনকানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করা দরকার। পাশাপাশি বিদ্যমান আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ।

এসময় প্রতিনিধি দল কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ দলের নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। তার সঙ্গে ছিলেন কমিশন সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর।

এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন