লুটেরা সমাজ তৈরি করছে সরকার: ফখরুল

1592
শেয়ার করতে ক্লিক করুন

ক্ষমতাসীন সরকার পুরোপুরি লুটেরা সমাজ তৈরি করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সভায় এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। পুরোপুরি লুটেরা অর্থনীতি তৈরি করেছে তারা। পুরোপুরি লুটেরা সমাজ তৈরি করছে এরা।

ট্রাফিক পুলিশের ওপর রাগে ক্ষোভে সোমবার (২৭ সেপ্টেম্বর) বাড্ডায় একজন রাইড শেয়ারের চালক নিজের বাইক পুড়িয়ে দেন। এ ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। একজন তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। চরম হতাশ হলেই কেউ এ কাজ করেন। এতেই আমাদের বর্তমান সমাজব্যবস্থা সম্পর্কে আঁচ পাওয়া যায়।’

এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে এতে সম্পৃক্ত করতে হবে।’

শেয়ার করতে ক্লিক করুন