ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু ১ অক্টোবর

1285
শেয়ার করতে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামি ১ অক্টোবর “ক” ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিটি বিভাগের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। “চ” ইউনিট ব্যাতীত বাকি ৪ ইউনিটেই এমসিকিউ ৬০ আর লিখিত পরীক্ষায় ৪০ নম্বর থাকবে।
তিনি বলেন, এবারই প্রথম ঢাকার বাইরে ৭ বিভাগে ভর্তি পরীক্ষা হবে।

এবারের ভর্তি পরীক্ষা মোট আসন সংখ্যা ৭১৪৮ এর বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। আসন সংখ্যার প্রতি শিক্ষার্থী সংখ্যা গড়ে ৪৫.৩৭।

শেয়ার করতে ক্লিক করুন