বঙ্গোপসাগরে ৬ দিনেও সন্ধান মেলেনি ৩২ জেলের

1529
শেয়ার করতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুটি ট্রলারসহ ৩২ জেলের সন্ধান ছয় দিনেও মেলেনি। এর মধ্যে এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জেলে এবং এফবি আব্দুল্লাহ ট্রলারের ২০ জেলে রয়েছেন।

শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা জেলা ট্রলার মালিক সমিতিরি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানান।

ইতোমধ্যে এফবি মায়ের দোয়ার ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। তবে এফবি আবদুল্লাহর ২০ জেলের পরিচয় জানা যায়নি। কিন্তু তাদের বাড়ি নোয়াখালীতে বলে জানিয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাথরঘাটার লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আবদুল্লাহ এবং আগের দিন একই উপজেলার আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে রওনা দেয় ট্রলা দুটি।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত ২৫ সেপ্টেম্বর এফবি মায়ের দোয়ার মাঝি শাহজাহানের সঙ্গে কথা হয়। এরপর থেকে জেলেসহ ওই ট্রলারের সন্ধান মেলেনি। এছাড়া এফবি আবদুল্লাহ ট্রলারটিসহ কোনো জেলের খোঁজ মেলেনি।

এরই মধ্যে ট্রলার ও জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি।

শেয়ার করতে ক্লিক করুন