রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৭

1197
শেয়ার করতে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। ভোর ৪টার দিকে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোরে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ৬ জন এবং পরে আরো ১ জন মারা যায়।

নিহতরা হলেন, বালুখালী ক্যাম্পের মাহমুদ ইদ্রিস, ইব্রাহীম হোসেন, আজিজুল হক ও মোহাম্মন আমিন। বাকি ৩ জনের নাম জানা যায়নি।

এ ঘটনায় আহত ৭ জনকে আন্তর্জাতিক দাতা সংস্থা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।

পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হওয়া কক্সবাজারের এই ক্যাম্পগুলোতে এর আগেও বিভিন্ন সময়ে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোকে রোহিঙ্গা ডাকাত বা চোরাকারবারিদের’কাজ বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

তবে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ খুন হওয়ার পর ক্যাম্পে সক্রিয় বিভিন্ন পক্ষের অনেক বিষয় এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসছে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং-১ (ইস্ট) লম্বাশিয়া ক্যাম্পের ডি-৮ ব্লকে গুলি করে হত্যা করা হিবুল্লাহকে, যিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন