পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে : শিক্ষামন্ত্রী

847
শেয়ার করতে ক্লিক করুন

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকে ক্লাস সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার সকালে চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এখন যদি আমরা ক্লাসের সংখ্যা বাড়াতে যাই, এত শিক্ষকও নেই। শ্রেণিকক্ষে জায়গারও ব্যাপার আছে, স্বাস্থ্যবিধিও মানতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সে কারণে এ মুহূর্তে আমরা তা পারছি না।’

তবে শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এসএসসি-এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ জানুয়ারি থেকে যখন নতুন ক্লাস শুরু হবে, তখন এই ভালো অবস্থা চলতে থাকলে আমরা ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি করতে চেষ্টা করব ।’

শেয়ার করতে ক্লিক করুন