নির্বাচনে বিদ্রোহীদের মদদদাতাদের রিপোর্ট শেখ হাসিনার হাতে

1502
শেয়ার করতে ক্লিক করুন

ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহীদের মদদদাতা হিসেবে কয়েকজন মন্ত্রী-এমপির নাম জমা পড়েছে কেন্দ্রে। সহিংসতার পেছনে তাদের দায় দেখছেন দলের দায়িত্বপ্রাপ্তরা। সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেয়া রিপোর্টে এসব তথ্য দেয়া হয়েছে। সারা দেশে এরকম তালিকা করার নির্দেশ দিয়েছেন সভাপতি। এদের দল থেকে বহিষ্কার বা মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন হয় ১১ নভেম্বর। এদিন সহিংসতায় প্রাণ যায় ৭ জনের। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৪৫ জন।
দুই দফায় ১ হাজার ১৯৮ ইউনিয়নে নৌকার প্রার্থী জিতেছে ৭৫৩টিতে। পরাজিত ৪২৪টিতে, এসব ইউনিয়নে জয়ীরা অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কোথাও কোথাও নৌকার প্রার্থীর জামানতও বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সারাদেশে ইউপি নির্বাচনের চিত্র তুলে ধরেন দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। সাংগঠনিক রিপোর্টে উঠে আসে, বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থীর জয় পাওয়ার নেপথ্যে রয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। কয়েকজন মন্ত্রীর নামও আসে বিদ্রোহীদের মদদদাতা হিসেবে।

আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জানান, এসব তথ্যে ক্ষুব্ধ হয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। বিদ্রোহী ও মদদদাতাদের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। ইউপিতে সহিংসতা কমাতে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলীয় প্রধান।

জেলা বা উপজেলারও আওয়ামী লীগের কেউ বিদ্রোহীদের মদদ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নেতারা। তারা আশা করছেন, এসব পদক্ষেপে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন থেকে সহিংসতা কমবে।

শেয়ার করতে ক্লিক করুন