স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের অনুমোদন

1223
শেয়ার করতে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একমাত্র দেশ হিসেবে নির্ধারিত তিনটি মানদন্ডই পূরণ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছর প্রস্তুতির সময় দেয়ার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-সিডিপি।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইতোমধ্যে সিডিপি’র এই সুপারিশ অনুমোদন করেছে। আশা করা হচ্ছে পাঁচ বছর প্রস্তুতিকাল শেষে ২০২৬ সালেই উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ।

জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয়। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেওয়া হলো।

শেয়ার করতে ক্লিক করুন