আইন-আদালতের প্রতি বিএনপির আস্থা নেই: সেতুমন্ত্রী

1586
শেয়ার করতে ক্লিক করুন

দেশের আইন ও আদালতের প্রতি বিএনপির আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এদিন ‘খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার যদি অবৈধই হয়, তা হলে এ অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

তিনি বলেন, এ সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে।
আরও পড়ুন: মেয়র আব্বাসকে কোর্টে সোপর্দ, ১০ দিনের রিমান্ড আবেদন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

শেয়ার করতে ক্লিক করুন