ড্যাপ চূড়ান্ত, অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে

1128
শেয়ার করতে ক্লিক করুন

ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ চূড়ান্ত করেছে সরকার। এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার প্রধানের অনুমোদন মিললে ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হবে। ড্যাপে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা কারো ওপর যদি অবিচার করা হয়েছে বলে মনে হয় তবে সেসব সংশোধন করা হবে। কোনো পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না।

তিনি আরও বলেন, ঢাকায় ৫ থেকে ৬ তলার বেশি ভবন তৈরি করা যাবে না রিহ্যাবের এমন আপত্তি অযৌক্তিক। এটার সাথে নতুন ড্যাপের কোনও মিল নেই। কোনো পক্ষের সমস্যা সৃষ্টির জন্য ড্যাপ কার্যকর করা হয়নি। নতুন করে এই শহরকে সাজানোর জন্য সরকার নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন