নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি : শিল্পমন্ত্রী

1121
শেয়ার করতে ক্লিক করুন

শিল্পমন্ত্রী অ্যাভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিল্প ও ব্যবসায় সমৃদ্ধি হয়েছে। নতুন নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশের মডেল।’

শিল্পমন্ত্রী বলেন, ‘করোনার দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার যেভাবে কাজ করে গেছে, তা বিশ্বের অনেক দেশও পারেনি। এই সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ফলে বেড়েছে শিক্ষা ও কর্মসংস্থানের হার কমেছে দারিদ্রতা। অন্যদিকে কোভিডকালেও শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। যার ফলে বেকারত্ব ঘুচিয়ে মানুষ কর্ম করে তাদের রুজি-রোজগার করতে পেরেছে।’

আজ শুক্রবার সকালে নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ১০০ শয্যাবিশিষ্ট জেলা ও কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের সহসভাপতি জাকির হোসেন, পরিচালক আল আমিন ভূইয়া, পরিচালক নাজমুল হোসেন ভূইয়া, মমিনুর রহমান, মো. কাজিমউদ্দিন, আনিসুর রহমান ভূইয়া, কাইয়ম সরকার প্রমুখ।

শিল্পীমন্ত্রী বক্তব্য শেষে মেলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন। এ সময় নরসিংদী চেম্বার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহরি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুই শতাধিক স্টল অংশগ্রহণ করে।

শেয়ার করতে ক্লিক করুন