পঞ্চম ধাপে নির্বাচনি সহিংসতায় ৯জন নিহত, এখনও হয়নি মামলা

1039
শেয়ার করতে ক্লিক করুন

সহিংসতা ও হানাহানির মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। তবে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৯ জন।
চেয়ারম্যানপ্রার্থীসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। তবে, এসব সংঘর্ষের ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

গতকাল বুধবার পঞ্চম ধাপে নির্বাচনে ভোটগ্রহণের সময় ও ভোট পরবর্তী সংঘর্ষে বগুড়ায় ৫জন, চাঁদপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া, বিভিন্ন স্থানে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এসব সংঘর্ষ ও হামলার ঘটনায় এখনও কোথাও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া, সহিংসতার কারণে অন্তত ৯টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

এর আগে, চারটি ধাপে নির্বাচনি সহিংসতায় ৮৬ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে। ওই ধাপেই নিহত হন ৩০ জন।

শেয়ার করতে ক্লিক করুন