বিএনপি টানেলের ভেতরে আছে, আলো দেখুক: তথ্যমন্ত্রী

1019
শেয়ার করতে ক্লিক করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াক। আমরা চাই, তারা টানেলের ভেতর থেকে আলোর দেখা পাক।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে সিএমএসএমই ট্রেড ফেয়ারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অস্ত্র ও লাশের ওপর ভর করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে। একই কায়দায় বেগম খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামী লীগ যড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী মেলায় ছোট-বড় প্রায় ২০০টি স্টল এবং ৪টি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও দ্য চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ পাশাপাশি পণ্যের প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে বীরকন্যা প্রীতিলতার নামে পাঁচজন সফল নারীকে সম্মাননা দেয়া হয়।

এর আগে, শাড়িতে নারী আমরাও পারি এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ও সাংস্কৃতিক পরিবেশনা।

শেয়ার করতে ক্লিক করুন