স্বাস্থ্যবিধি মানাতে আজ থেকে রাস্তার মোড়ে-মোড়ে অভিযান

1471
শেয়ার করতে ক্লিক করুন

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে রাস্তার মোড়ে-মোড়ে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই কথা বলেন।

এসময় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস অর্ধেক জনবল নিয়ে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।

রোববার রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধিনিষেধ চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে রাতে নির্দেশ জারি হওয়ার কারণে অনেক অফিসেই বিষয়টি জানত না।

এদিকে সারা দেশে নিম্ন আদালতের কার্যক্রম অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

শেয়ার করতে ক্লিক করুন