জানুয়ারিতে পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে দ্বিগুণ

925
শেয়ার করতে ক্লিক করুন

আগামী ২৩ জুন পদ্মা সেতু খুলে দিতে ব্রিজিং ফেসিলিটিসসহ শেষ পর্যায়ের কাজ চলছে নিরবচ্ছিন্নভাবে। গত কয়েক মাসে অগ্রগতি আধা শতাংশ হলেও জানুয়ারিতে হয়েছে দ্বিগুণ। মূল সেতুর অগ্রগতি এখন ৯৬ দশমিক ২৫ শতাংশ।

নিজস্ব অর্থায়নে তৈরি স্বপ্নের পদ্মা সেতু খুলে দিতে এখন ফিনিশিংয়ের কাজ চলছে বিশেষ গতিতে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা সেতুর মোট আটটি ১, ৭, ১৩, ১৯, ২৫, ৩১, ৩৭ ও ৪২ নম্বর খুঁটির মুভমেন্ট জয়েন্টগুলো বসানোর পর চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।

গত কয়েক মাসে অগ্রগতি আধা শতাংশ হলেও জানুয়ারিতে দ্বিগুণ হয়েছে। সেতুর এমন অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ।

পদ্মা পাড়ের সাধারণ জনগণ বলেন, দেখতে দেখতে আমাদের পদ্মা সেতু তৈরি হয়ে গেল। এখন আমরা আশায় আছি আগামী জুনে চালু হবে। সেতুর কাজ এখন শেষপর্যায়ে এখন আমরা অপেক্ষায় আছি কবে চালু হবে আমাদের পদ্মা সেতু। এতে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব, দেশ অনেক এগিয়ে যাবে।

এদিকে চীন থেকে আসা সেতুর বাকি সব ল্যাম্পপোস্টের চালান সেতু এলাকায় পৌঁছেছে। চলছে ব্রিজিং ফেসিলিটিস, ওয়ে স্টেশন ও ওভার লোড স্টেক ইয়ার্ডসহ শেষ পর্যায়ের কর্মযজ্ঞ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, আমাদের সব জিনিস তো একসঙ্গে আসে না। ধাপে ধাপে আসে, তো সেভাবেই আসতেছে এবং লাগানো হবে। আমাদের পরিকল্পনা মতোই আগাচ্ছে।

সেতুতে গ্যাস পাইপলাইন স্থাপন অগ্রগতি ৮৯ দশমিক দুই চার শতাংশ। আর ৪০০ কেভি টিএল প্ল্যাটফর্ম কাজ শেষ হয়েছে ৭০ ভাগ।

শেয়ার করতে ক্লিক করুন