র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, মার্চে সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

1030
শেয়ার করতে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন সরকার গঠিত হওয়ার পর এই প্রথম বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। মার্চের ২০ তারিখে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে ঢাকায়। যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাষ্ট্রের অংশে নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

ট্রাম্প পরবর্তী মার্কিন প্রশাসনের সাথে এটি প্রথম কোনো বড় বৈঠক। সন্ত্রাসবাদ দমন, মানবাধিকার, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিসহ সম্প্রতি র‌্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচিত হবে। এছাড়া ডিজিটাল সিকিউরি অ্যাক্ট নিয়ে আলোচনা হবার কথা রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন