সার্চ কমিটির সবাই আ. লীগের সঙ্গে সম্পৃক্ত: ফখরুল

947
শেয়ার করতে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নবগঠিত সার্চ কমিটির সব সদস্য আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এক নেতাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ (সার্চ) কমিটির সবাই আওয়ামী ঘরানার মানুষ।

এ কমিটি দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, পরীক্ষিত আওয়ামী পরিবার দ্বারা আরেকটি নীলনকশার ভোট ডাকাতির নিবাচন কমিশন গঠন করতে নিখাদ আওয়ামী চেতনার মানুষের অনুসন্ধান করাই এই সার্চ কমিটির অভীষ্ট লক্ষ্য। জনগণ বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে।

তিনি বলেন, পরীক্ষিত আওয়ামী পরিবার দ্বারা আরেকটি নীলনকশার ভোট ডাকাতির নিবাচন কমিশন গঠন করতে নিখাদ আওয়ামী চেতনার মানুষের অনুসন্ধান করাই এ সার্চ কমিটির অভীষ্ট লক্ষ্য। জনগণ বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে।

একই দিন সন্ধ্যায় কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ ছাড়া বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুশীল সমাজ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আগামী শনি ও রোববার বৈঠকে বসবে সার্চ কমিটি।

তবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে মতামত চাওয়া হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

শেয়ার করতে ক্লিক করুন