‘খাল উদ্ধার করে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা হবে’

1153
শেয়ার করতে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে গত ৫০ বছরে ক্ষতবিক্ষত করা হয়েছে। খাল উদ্ধারের মধ্য দিয়ে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা হবে। উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল ও ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রীর সাথে প্রকল্পটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কল্যাণপুর এলাকায় প্রকল্পটি উদ্বোধন করেন তারা। এ সময় মেয়র বলেন, খাল উদ্ধারে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে; তাই আগে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীর জলাবদ্ধতা দূর করতে খালের প্রবাহ ঠিক রাখার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। খালের সীমানায় কারো স্থাপনা পড়লে তা সরিয়ে নেয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম।

প্রকল্পের উদ্বোধনে স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তর সিটির মেয়র।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গত ৫০ বছরে রাজধানী ঢাকাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। তাই খাল উদ্ধারের মধ্য দিয়ে পরিবেশবান্ধব নগরী গড়তে সবার সহযোগিতা চান মন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন