‘দেশের বড় পরিবর্তন এনেছে বর্তমান সরকার’

1125
শেয়ার করতে ক্লিক করুন

বর্তমান সরকার আর্থ-সামাজিকভাবে দেশের বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশিত গ্রন্থসমূহের প্রকাশনা উৎসব, বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের চূড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমানে প্রযুক্তি ব্যবহারে মানুষ আজ আর পেছনে পড়ে থাকছে না।

তিনি আরও বলেন, জাতির পিতাকে নিয়ে বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস ও সত্য সম্পর্কে জানতে পারবে, তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন