ইউক্রেনের একটি শহর দখলে নিল রাশিয়া

797
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি শহর রাশিয়ার দখলে চলে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম।

রাশিয়ান সৈন্যরা এখন নোভা কাখোভকা বা নিউ কাখোভকা দখল করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এটি একটি ছোট শহর। কিন্তু কৌশলগতভাবে ডিনিপার নদীর তীরে অবস্থিত যা সরাসরি ক্রিমিয়ান উপদ্বীপের সঙ্গে চ্যানেল রয়েছে।

শহরটির মেয়র ভলোদিমির কোভালেঙ্কো বলেছেন, রাশিয়ান সৈন্যরা শহরের নির্বাহী কমিটি দখল করেছে এবং ভবন থেকে ইউক্রেনের সমস্ত পতাকা সরিয়ে নিয়েছে।

বিশ্লেষকরা উল্লেখ করেছেন, দক্ষিণ থেকে রাশিয়ার অগ্রগতি এখন পর্যন্ত সবচেয়ে সফল হয়েছে। রাশিয়ান বাহিনী খেরসন, মাইকোলাইভ ও মেলিটোপোলে আগেই হুমকি তৈরি করেছিল।

এদিকে রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে।

খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, শহরে রুশ সামরিক যান প্রবেশ করেছে।

তার বক্তব্যের আগে একটি ফুটেজে দেখা গেছে, কিছু রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরছে।

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করতে ক্লিক করুন