বিভাগীয় শহরেও গড়ে তোলা হবে নভোথিয়েটার: প্রধানমন্ত্রী

1394
শেয়ার করতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেক বিভাগীয় শহরে একটি করে নভোথিয়েটার গড়ে তোলা হবে। গবেষণায় অনুদানপ্রাপ্ত প্রত্যেককে দেশের জন্য কাজ করতে হবে, সরকার চায় দক্ষ জনবল গড়ে তুলতে।

বৃহস্পতিবার (৩ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। সে জন্য স্থান বাছাই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

শেয়ার করতে ক্লিক করুন