সরকারের দুর্নীতির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে: ফখরুল

1296
BNP Fakhrul
শেয়ার করতে ক্লিক করুন

সরকারের দুর্নীতির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের দুর্নীতির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। কম দামে সরবরাহের আশ্বাস দিয়েও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দেশ চালাতে না পারার অভিযোগে সরকারকে পদত্যাগে আহ্বান জানিয়েছেন তিনি ।

শুক্রবার (৪ মার্চ) সকালে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মানববন্ধনে ফখরুল বলেন, মিথ্যা বলে নিজেদের দুর্নীতি হালাল করতে চায় সরকার। মহাসচিবের অভিযোগ, কম দামে মানুষকে খাওয়ানোর আশ্বাস দিয়ে ক্ষমতায় আসলেও তা নিতে ব্যর্থ সরকার। তাই, এখনই পদত্যাগের আহ্বান জানান তিনি।

ফখরুল আরও বলেন, সরকার আমাদের নেত্রী খালেদা জিয়াকে ভয় পায়। কারণ তিনি যদি বাইরে আসেন, গাড়ির মধ্যে বসে শুধু হাত দেখান তাহলে এ দেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না। সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দেন, তাকে বাইরে আসতে দেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের দামে নাজেহাল দেশবাসী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনপ্রয়োগকারী সংস্থার ভাইয়েরা এটা কি আপনাদের ওপরে প্রযোজ্য নয়। দ্রব্যমূল্যের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে।

উল্লেখ্য, সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

শেয়ার করতে ক্লিক করুন