ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করল চীন

739
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনে লড়তে চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করেছে চীনা কর্তৃপক্ষ। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বেইজিং বলছেন, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আরও উসকে দিতে ‘হিংসাত্মক’ ও ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়াচ্ছে ওয়াশিংটন।

লন্ডনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, ইউক্রেন ইস্যুতে মিথ্যা তথ্য ছড়াতে মরিয়া হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয়-রুশ শান্তি আলোচনায় গঠনমূলক ভূমিকা পালন করছে চীন।

এতে জানানো হয়, এই মুহূর্তে বিশ্বের গুরুত্বপূর্ণ দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। এতে ঘি ঢেলে আরও দাঙ্গা বাঁধানো মোটেও কল্যাণকর হবে না।

বিবৃতিতে বলা হয়, অবস্থা অনুকূলে আনতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার বিকল্প নেই। তাই যতটা পারা যায় ধ্বংসাত্মক চিন্তাভাবনা থেকে সেরে আসতে হবে।

শেয়ার করতে ক্লিক করুন