সুবর্ণজয়ন্তীর চেয়ে একজন ব্যক্তির জন্মশতবার্ষিকী পালনে ব্যস্ত সরকার: ফখরুল

853
শেয়ার করতে ক্লিক করুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের চেয়ে একজন ব্যক্তির জন্মশতবার্ষিকী পালনে সরকারের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ মার্চ) সকালে গুলশানে চেয়ারপারসনেরর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, দেশ যাদের অবদানে স্বাধীন হয়েছিল, তাদের কথা একবারও বলা হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে। সরকার জনগণের সামনে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস তুলে ধরতে এমনটা করছে বলে মনে করেন বিএনপির এ নেতা।

এসময় ফখরুল দাবি করেন, মুক্তিযুদ্ধের সূচনা, ঘোষণা আর কালুরঘাট বেতারকেন্দ্র স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

এর আগে সুবর্ণজয়ন্তীর কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে আগামী ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি। সেখানে রাজনীতি ভুলে সবাইকে অংশ নেয়ার আহবান জানায় দলটি।

শেয়ার করতে ক্লিক করুন