শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

684
শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর
শেয়ার করতে ক্লিক করুন

হুমকি মোকাবেলায় নতুন সুযোগ কাজে লাগাতে বিমসটেকের বাইরের সমমনা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব ও যোগাযোগ বাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এ সময় বলেন, বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকটের মতো সমস্যা মোকাবিলায় বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার (৩০ মার্চ) শ্রীলঙ্কার কলম্বোয় পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, করোনার ক্ষতি এখনও কাটিয়ে ওঠেনি বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকটের মতো সমস্যা তৈরি হয়েছে। এসবের প্রভাব মোকাবিলায় বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য পরিচালনায়, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদও দেন শেখ হাসিনা।

এর আগে সোমবার কলম্বোতে ২২তম বিমসটেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়। সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শেয়ার করতে ক্লিক করুন