গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

933
গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দুই বছর আগে গাড়ি ভাঙচুরের এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ২০২০ সালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইশরাক হোসেন। এ কারণে বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) ধারা সহ আরও কয়েকটি ধারায় মামলা ছিল তার বিরুদ্ধে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ইশরাক হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (৬ এপ্রিল) সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ কর্মসূচী থেকে ইশরাককে আটক করে পুলিশ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির সাবেক নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

শেয়ার করতে ক্লিক করুন