‘এমনভাবে প্রচারণা চালাচ্ছে, যেন দেশে দুর্ভিক্ষ বিরাজ করছে’

767
PM-Sheiks-Hasina
শেয়ার করতে ক্লিক করুন

এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন দেশে দুর্ভিক্ষ বিরাজ করছে। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ধারণকৃত ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশবাসীকে পবিত্র রমজান মাস ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

এসময় গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সাশ্রয়ী দামে পণ্য কেনার জন্য টিসিবির দোকানে ভিড় বাড়া স্বাভাবিক বলে মনে করেন সরকারপ্রধান। বলেন, আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই, দেশে চাল-সহ কোনো পণ্যের ঘাটতি নেই।

করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারের অস্থিতিশীলতার প্রভাব দেশেও পড়েছে। সমাধানে সরকার সাধ্যমতো চেষ্টা করছে।

সরকারপ্রধান বলেন, আমাদের সরকারের কৃষি-বান্ধব নীতির ফলে চাল, শাক-সবজি, মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা এখন স্বয়ং-সম্পূর্ণ। কৃষি আমাদের অর্থনীতির মূল শক্তি।

ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, নানা ঘাত-প্রতিঘাতে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন এখনও টিকে আছে।

শেয়ার করতে ক্লিক করুন