ডলারের বিপরীতে নতুন উচ্চতায় রুবল

1168
শেয়ার করতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে রাশিয়ার মুদ্রা। গতকাল মঙ্গলবার (১৪ জুন) মস্কো এক্সচেঞ্জে মার্কিন মুদ্রার বিপরীতে রুবলের দাম আরেক দফা বেড়েছে। এ নিয়ে নতুন উচ্চতায় পৌঁছল রুশ মুদ্রা।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে সুদের হার নির্ধারণ করেছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগের পর্যায়ের হার ফিরিয়ে এনেছে ব্যাংকটি। এতে ডলারের বিপরীতে রুবলের মান আরও বলবান হয়েছে।

গতকাল প্রতি ডলার বিক্রি হয়েছে ৫৫ দশমিক ৬৩ রুবলে। এ নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারির পর আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল রুবলের মান।

অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের মধ্যেও ব্যবসা-বাণিজ্যটা দারুণ করছে রাশিয়া। পুঁজিবাজার নিয়ন্ত্রণে রেখেছে দেশটি। জ্বালানি তেল রপ্তানি বেড়েছে। ফলে মূলধন আওতায় আছে।

গত সপ্তাহে সুদের হার ১৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশটির জন্য মুদ্রাস্ফীতির ঝুঁকি হ্রাস অব্যাহত রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে সুদের হার দ্বিগুণ করে রুশ কেন্দ্রীয় ব্যাংক। ৯ দশমিক ৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়। ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্বসহ একাধিক অর্থনৈতিক জোটের নিষেধাজ্ঞার মুখে এ সিদ্ধান্ত নেয় তারা।

ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, রুবলের ভারসাম্য ঠিক রাখতে এ হার বাড়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। যা রেকর্ড নিম্নে নেমে এসেছিল। এরপর চলতি বছর বিশ্বের সেরা মুদ্রার খেতাব অর্জন করেছে এটি।

শেয়ার করতে ক্লিক করুন