‘সরকার নিরপেক্ষ না হলে স্বর্গ থেকে কমিশন আনলেও নির্বাচন সুষ্ঠু হবে না’

904
শেয়ার করতে ক্লিক করুন

সরকার নিরপেক্ষ না হলে স্বর্গ থেকে নির্বাচন কমিশন আনলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র না থাকলে হাজারটা পদ্মাসেতু করলেও জনগণের ভোট পাওয়া যাবে না। সরকারের কোনও দায়বদ্ধতা না থাকায়, জনগণও নৈতিকতা হারাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

এছাড়া সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের উদাহরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের পকেট কাটতে কুইক রেন্টালের মতো প্রকল্প নেয়া হয়েছিলো এখন সেসবের প্রমাণ মিলছে।

শেয়ার করতে ক্লিক করুন