সরকারে যারা আছেন তাদের কাজই দুর্নীতি করা: ফখরুল

908
BNP Fakhrul
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বলে দেশে কিছু নাই, যারা আছেন তাদের প্রধান কাজই দুর্নীতি করা। রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের এ পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি দায়ী। ইনডেমনিটি দিয়ে মূলত আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করার সুযোগ করে দেয়া হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, রাস্তা ঘাটের এ ভোগান্তির জন্য সরকারই দায়ী। ইনডেমনিটি দিয়ে বিদ্যুৎ খাতে দুর্নীতির রাষ্ট্রীয় সুযোগ করে দিয়েছে সরকার। যাতে অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া না যায়।

সমাধিতে ফুল দেয়ার সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রিজভী আহমেদ।

ফুল দেয়া শেষে দোয়া মুনাজাতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করতে ক্লিক করুন