‘বেহেশত’ ইস্যুতে গরম রাজনীতির হাওয়া

579
Fakhrul&Momen&Kader
শেয়ার করতে ক্লিক করুন

‘বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’ শুক্রবার (১২ আগস্ট) সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এমন মন্তব্যের পর রাজনীতির মাঠে এখন নতুন আলোচনা ‘বেহেশত’ ইস্যু। যার কড়া সমালোচনা করেছে বিএনপি।

শনিবার (১৩ আগস্ট) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে জনগণের সঙ্গে পরিহাস বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জ্বালানি খাতে দুরাবস্থা সৃষ্টি করেছে সরকার।

ফখরুল বলেন, দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তি পোহাচ্ছে, কষ্ট করছে, সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী একি বললেন, ‘বাংলাদেশের (মানুষ) বেহেশতে আছে’। তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন, যেগুলো কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।

এদিকে, বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক সংকটে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, এ ক্ষেত্রে সরকার নিরুপায়। বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাব মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা চলছে। তার অভিযোগ, এ সংকট কালে সমস্যা সমাধানে দায়িত্বশীল আচরণ না করে বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পৃথিবীর কোনো দেশে সরকার পতন আন্দোলন না হলেও বাংলাদেশে অযৌক্তিকভাবে বিরোধী দলগুলো আন্দোলনে মাঠে নেমেছে।

তাই আন্দোলনের নামে সহিংসতা করলে আবারও কঠোর জবাবের হুঁশিয়ারি দেন কাদের। এ সময় সংকট কালে মানুষের পাশে থেকে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

শেয়ার করতে ক্লিক করুন